বাঙালি সম্পর্কে আপত্তিকর শব্দ ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন গাইবান্ধার এসপি

স্টাফ রিপোর্টার : বাঙালি শব্দের আগে ‘দুষ্কৃতিকারী’ শব্দ ব্যবহার করায় হাইকোর্টে ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন গাইবান্ধার পুলিশ সুপার মো. আশরাফুল আলম। গতকাল রোববার আদালতে স্ব-শরীরে উপস্থিত হয়ে ক্ষমা চান। তাই ভবিষ্যতে শব্দ চয়নের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা  দেবনাথের বেঞ্চ তাকে অব্যাহতি দেন। একই সঙ্গে পুলিশের গুলির ঘটনায় বিচারিক তদন্তের জন্য গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক মাসের সময় চান। আদালত এই প্রতিবেদন দাখিলের জন্য ৩১ জানুয়ারি দিন নির্ধারণ করেন। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ১৫ জানুয়ারি এই প্রতিবেদন দাখিলের কথা ছিল। আদালতে ওই এসপির  পক্ষে শুনানি করেন আইনজীবী নুরুল ইসলাম সুজন এমপি, অরপদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। পরে আদেশের বিষয়টি  মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের নিশ্চিত করেন। 
mongsai79@gmail.com

Comments