অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে বার্সেলোনার গোলটি করেছেন লিওনেল মেসি। তার মানে নেইমারের সর্বশেষ গোল গত বছরে। তা সেটি কবে? ডিসেম্বরে নয়, নভেম্বরেও নয়। বার্সেলোনার জার্সিতে নেইমারকে সর্বশেষ বার গোল উদ্যাপন করতে দেখা গেছে অক্টোবরে। ১৯ অক্টোবর, চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে বার্সার ৪-০ গোলে জয়ের ম্যাচে। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে গোল পাননি ২৪ বছর বয়সী ব্রাজিলিয়ান।
এ তো গেল চ্যাম্পিয়নস লিগ। স্প্যানিশ কোনো প্রতিযোগিতায় নেইমারের গোলের স্মৃতি আরও কিছুদিন বেশি পুরোনো। সর্বশেষ গোল এসেছে অক্টোবরেরই শুরুর দিকে। ৩ অক্টোবর, লিগে সেল্টা ভিগোর বিপক্ষে ৪-৩ গোলে হেরে যাওয়া ম্যাচটিতে। তার মানে ঘরোয়া প্রতিযোগিতায় প্রায় ১৬ ঘণ্টা বা ১৩ ম্যাচ, মিনিটের হিসেবে প্রায় ৯৯৯ মিনিট গোলখরায় ভুগছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড! নামটা নেইমার বলেই আরও অবিশ্বাস্য লাগছে!
এমএসএন-ত্রয়ীর বাকি দুজন গোল করে যাচ্ছেন। অথচ নেইমার নিষ্প্রভ। অবশ্য এসব সংখ্যা নিয়ে মোটেও চিন্তা নেই লুইস এনরিকের। অন্তত এমনই দাবি বার্সা কোচের, ‘নেইমার খুবই ভালো খেলছে। যদি ওর পুরো ক্যারিয়ার থেকে কিছু পরিষ্কার হয়ে থাকে সেটি হলো ওর মানসিক পরিপক্বতা ও চাপ কাটিয়ে ওঠার ক্ষমতা। ও অনেক অনেক গোল করবে, এটা নিশ্চিত। আমরা শুধু ইতিবাচক দিকগুলো নিয়েই ভাবি। আর নেইমারকে ঘিরে নেতিবাচকের চেয়ে ইতিবাচক ব্যাপারই বেশি। মৌসুমটা ভালোই কাটছে ওর।’
mongsai79@gmail.com
Comments
Post a Comment
Thanks for you comment