হোয়াটসঅ্যাপের নতুন রেকর্ড

নববর্ষের দিনে হোয়াটসঅ্যাপ বার্তার রেকর্ড হয়েছে।নববর্ষের দিনে হোয়াটসঅ্যাপ বার্তার রেকর্ড হয়েছে।
২০১৬ সালকে বিদায় জানিয়ে এসে গেছে ২০১৭ সাল। নতুন বছরকে বরণ করতে ওই দিন ফেসবুকের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ব্যবহার করে ৬ হাজার ৩০০ কোটি বার্তা আদান-প্রদান করা হয়েছে। হোয়াটসঅ্যাপের জন্য এটি একটি রেকর্ড। হোয়াটসঅ্যাপ ফেসবুকের মালিকানাধীন।

হোয়াটসঅ্যাপের একজন মুখপাত্র প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট ভেঞ্চারবিটকে জানান, ৬ হাজার ৩০০ কোটি বার্তার মধ্যে ৭৯০ কোটি ছবি, ২৪০ কোটি ভিডিও আদান-প্রদান করা হয়েছে।

গত বছরের এপ্রিল মাসে ফেসবুকের এফ ৮ নামের ডেভেলপারদের এক সম্মেলনে ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গ বলেছিলেন, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ মিলিয়ে প্রতিদিন ছয় হাজার কোটি বার্তা আদান-প্রদান করা হয়।

২০১৫ সালের জানুয়ারি মাসে হোয়াটসঅ্যাপের সহপ্রতিষ্ঠাতা জন কউম বলেন, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে প্রতিদিন মানুষ তিন হাজার কোটি বার্তা আদান-প্রদান করেন। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে এই সংখ্যা ছিল চার হাজার ২০০ কোটি।

২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের তথ্য অনুযায়ী, বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে দৈনিক ১ হাজার ৫০০ কোটি বার্তা আদান-প্রদান করা হয়। ২০১৪ সালে মানুষ মোট চার হাজার কোটি ইনস্ট্যান্ট বার্তা আদান-প্রদান করত।

২০১৪ সালে হোয়াটসঅ্যাপকে কিনে নেয় ফেসবুক। বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি। তথ্যসূত্র: ভেঞ্চারবিট।
mongsai79@gmail.com

Comments