অনলাইনড ডেস্ক: জুরিখে গতকাল অনুষ্ঠিত হয়ে গেল ‘দ্য বেস্ট ফিফা ফুটবল এ্যাওয়ার্ডস’। আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে বর্ষসেরা পুরুষ ও নারী ফুটবলার, বর্ষসেরা পুরুষ ও নারী কোচের পাশাপাশি অন্যতম আকর্ষণীয় পুরস্কার ছিল বর্ষসেরা একাদশের পুরস্কার। ফিফার বিচারে বছরের সেরা একাদশে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিয়নেল মেসির মত তারকাদের জায়গা অবশ্যম্ভাবী হলেও জায়গা হয়নি আরেক কাতালান তারকা নেইমারের।
১১ জনের মধ্যে নয়জনই স্প্যানিশ লা লিগার খেলোয়াড়। রোনালদোর সাথে রিয়াল মাদ্রিদের সতীর্থ হিসেবে এই দলে আরো আছেন সার্জিও রামোস, মার্সেলো, টনি ক্রুস ও লুকা মোদ্রিচ। অন্যদিকে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার থেকে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন জেরার্ড পিকে, আন্দ্রেস ইনিয়েস্তা ও লুইস সুয়ারেজ।
এছাড়া এই দলে আছেন বায়ার্ন মিউনিখের গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার। বার্সেলোনাকে লীগ শিরোপা জয়ে সহযোগিতা করা জুভেন্টানের ডিফেন্ডার ডানি আলভেসও সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। গত বছর জুনে তিনি ক্যাম্প ন্যু ছেড়ে যান।
ফিফা বর্ষসেরা একাদশ বাছাইয়ে সারা বিশ্বের প্রায় ৪৫ হাজার সমর্থক ভোট দিয়েছেন।
ফিফা বর্ষসেরা একাদশ :
গোলরক্ষক : ম্যানুয়েল ন্যুয়ার
ডিফেন্ডার : ডানি আলভেস, জেরার্ড পিকে, সার্জিও রামোস, মার্সেলো
মিডফিল্ডার : লুকা মোদ্রিচ, টনি ক্রুস, আন্দ্রেস ইনিয়েস্তা
ফরোয়ার্ড : লিয়নেল মেসি, লুইস সুয়ারেজ, ক্রিস্টিয়ানো রোনালডো
mongsai79@gmail.com১১ জনের মধ্যে নয়জনই স্প্যানিশ লা লিগার খেলোয়াড়। রোনালদোর সাথে রিয়াল মাদ্রিদের সতীর্থ হিসেবে এই দলে আরো আছেন সার্জিও রামোস, মার্সেলো, টনি ক্রুস ও লুকা মোদ্রিচ। অন্যদিকে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার থেকে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন জেরার্ড পিকে, আন্দ্রেস ইনিয়েস্তা ও লুইস সুয়ারেজ।
এছাড়া এই দলে আছেন বায়ার্ন মিউনিখের গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার। বার্সেলোনাকে লীগ শিরোপা জয়ে সহযোগিতা করা জুভেন্টানের ডিফেন্ডার ডানি আলভেসও সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। গত বছর জুনে তিনি ক্যাম্প ন্যু ছেড়ে যান।
ফিফা বর্ষসেরা একাদশ বাছাইয়ে সারা বিশ্বের প্রায় ৪৫ হাজার সমর্থক ভোট দিয়েছেন।
ফিফা বর্ষসেরা একাদশ :
গোলরক্ষক : ম্যানুয়েল ন্যুয়ার
ডিফেন্ডার : ডানি আলভেস, জেরার্ড পিকে, সার্জিও রামোস, মার্সেলো
মিডফিল্ডার : লুকা মোদ্রিচ, টনি ক্রুস, আন্দ্রেস ইনিয়েস্তা
ফরোয়ার্ড : লিয়নেল মেসি, লুইস সুয়ারেজ, ক্রিস্টিয়ানো রোনালডো
Comments
Post a Comment
Thanks for you comment