জাপানের শীর্ষ ধনীর একদিনে ১৪০ কোটি ডলার লোকসান


জাপানের শীর্ষ ধনী তাদাশি ইয়ানাই। তিনি মাত্র একদিনের ব্যবসায় লোকসান করেছেন ১৪০ কোটি ডলার। তার কোম্পানির নাম ফাস্ট রিটেইলিং। এ প্রতিষ্ঠানটি আরেকটি প্রতিষ্ঠান ইউনিকলো’র মালিক। ইউনিকলো তৈরি পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান। গত শুক্রবার মাত্র একদিনে এ প্রতিষ্ঠানটির শেয়ারের দরপতন হয় শতকরা ৬.৭ ভাগ। এর ফলে কোম্পানিটি ওই লোকসানের মুখোমুখি হয়েছে। ব্লুমবার্গ বিলিয়নিয়ারস সূচকে বিশ্বের ৫০০ ধনীর তালিকা রয়েছে। তার মধ্যে তাদাশি ইয়ানাই অন্যতম। কিন্তু শুক্রবার বিশাল অংকের অর্থ খোয়ানোর ফলে কোম্পানির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা তাদাশি ইয়ানাই বড় ধরনের আঘাত খেয়েছেন। তার সম্পদের পরিমাণ কমেছে মারাত্মকভাবে। ডিসেম্বরে ইউনিকলো জাপানের আয় পড়ে গেছে বলে জানানো হয় শুক্রবার। এ জন্য দায়ী করা হয় উষ্ণ আবহাওয়াকে। বলা হয়, আবহাওয়া উষ্ণ থাকার ফলে তাদের শীতকালীন পোশাক বিক্রি আশানুরূপ হয় নি। ফলে সার্বিক আয়ের পতন হয়েছে শতকরা ৫ ভাগ। ফলে বর্তমানে তাদাশি ইয়ানাইয়ের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭৭০ কোটি ডলার। শুক্রবারের লোকসানের ফলে ব্লুমবার্গের বিলিয়নিয়ারস সূচক থেকে তিনি নেমে গেছেন ৬ ধাপ। ফলে বিশ্ব ধনীর তালিকায় তিনি এখন অবস্থান করছেন ৪৪তম স্থানে। তাদাশি ইয়ানাই পূর্বাভাষ করেছেন তার প্রতিষ্ঠানের লোকসানের কারণে প্রতিদ্বন্দ্বী এইচ অ্যান্ড এম ও ইন্ডিটেক্স ২০২০ সালের মধ্যে বিশ্বে পোশাকের সবচেয়ে বড় ক্রেতায় পরিণত হবে। এ দুটি প্রতিষ্ঠানের মালিক জারা।
mongsai79@gmail.com

Comments