নারায়ণগঞ্জ সদর উপজেলার মসিনাবন্ধ এলাকায় সাত মাসের অন্তঃসত্ত্বা মাকসুদা আক্তার (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ জানুয়ারি) দুপুরে শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাকসুদা আক্তার সদর থানাধীন কুড়ের পাড় এলাকার মোহাম্মদ আলীর মেয়ে।
সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাজু বলেন, মাকসুদা বাথরুমের ঝরনার পাইপের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা যায়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এএসআই রাজু।
mongsai79@gmail.com
Comments
Post a Comment
Thanks for you comment