বান্দরবানের আলীকদমে মারমা কিশোরী ধর্ষণ এবং সেই ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেফার ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা জানান, এসএসসি পরীক্ষার্থী মারমা কিশোরীকে স্থানীয় যুবক মিজানুর রহমান (২৩) শনিবার রাতে ধর্ষণ করে। সেই ধর্ষণের ভিডিও ধারণ করে মিজানের সহযোগী সাইফুল ইসলাম (২৪)। ওই কিশোরী বিষয়টি বাসায় জানালে তার ভাই বাদী হয়ে আলীকদম থানায় মামলা করেন।
পুলিশ রাতেই চৈক্ষ্যং বাজার থেকে ধর্ষণের ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতার দুই ২ যুবককে রোববার সকালে বান্দরবান জেলা সদরের আদালতে নিয়ে আসা হয়েছে।
ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করতে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ রাতেই চৈক্ষ্যং বাজার থেকে ধর্ষণের ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতার দুই ২ যুবককে রোববার সকালে বান্দরবান জেলা সদরের আদালতে নিয়ে আসা হয়েছে।
ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করতে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Comments
Post a Comment
Thanks for you comment