- Get link
- X
- Other Apps
বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন অভিনেতা তাপস পাল। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)-র ধারাবাহিক জেরার মুখে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।
পশ্চিমবঙ্গের গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়,সোমবার জেরার মুখে বেশ কিছু গোপন তথ্য ফাঁস করেছে তৃণমূলের এমপি তাপস পাল। জেরার সময় উঠে এসেছে দেশটির কেন্দ্রীয় মুখ্যমন্ত্রী বাবুল সুপ্রিয়-র নামও।
এ সময় মানসিকভাবে বেশ ভেঙে পড়তে দেখা গেছে এ অভিনেতাকে। এমনকি তাকে ভুবনেশ্বর ক্যাপিটাল হাসপাতালে ভর্তিও করা হয়েছে।
তবে চিকিৎসক বলছেন, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেও তার অবস্থা খুব একটা গুরুতর নয়। জেরার ক্ষেত্রেও কোনো বাধা নেই বলে জানিয়েছেন তিনি।
Comments
Post a Comment
Thanks for you comment