চ্যানেলআই ২০১৭ এর বান্দরবান সুন্দরীকে আরো কিছু দেখার বাকি আছে ?

Kyan Sain Mong
15 hrs
চ্যানেলআই ২০১৭ এর বান্দরবান সুন্দরীকে আরো কিছু দেখার বাকি আছে ?
সংগ্রহীত ছবি >> << মারমাদের সমাজে সামাজিক অবক্ষয় >>> বান্দারবানে দুলা গুষ্ঠীর ; জে,এস এস-রা জাল মারবে' আর তারা জে,এস,এস-দের পিচ্ছে পিচ্ছে দুলা নিয়ে মাছ গুলো নেবে। সবাই শাসক হলে আন্দোলন করার লাগতো না; ঠিক একেই ভাবে সবাই বাঙ্গালী হলেও আন্দোলন করা লাগতো না। ......... আন্দোলন আছে বলেই পার্বত্য অঞ্চলে যা কিছু আছে বা হয়েছে; তা সব কিছু আন্দোলনের ফল। এ দুলা গুষ্ঠীরা ( আওয়ামিলীগ বা বিএনপি- রা) ফল ভোগ করে ঠিকেই কিন্তুু পরিচালনা এবং ব্যাবস্থাপণার ক্ষেত্রে জুম্মোদের অস্তিপ্তকে হিসাবে রেখে করা হয় না। তারা' জুম্মোদের প্রতিনিধিত্ব পদবী ধারী একজন প্রতিনিধি হয়ে কাজ করে না। তারা' কোন সময় আদিবাসী নারীদের ফ্যাশন প্রবক্তা হয়, সম্পৃতির ধারক বাহক হয়, এবং রাষ্ট্রীয় শাসক গুষ্ঠীর প্রতিনিধিত্ত্ব অবস্থানে থেকে ফ্যাশনের জন্য চিন্তা তৈরি করে। আর উচ্চআক্ঙাখা ' চিন্তা নিয়ে সমাজে মানুষ গুলো যুগের সাথে তাল মিলাইতে গিয়ে নিজেই মাতাল হয়ে যায়।
mongsai79@gmail.com

Comments