উটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিকোলাস এইচ ওয়ালফিঙ্গার জানিয়েছেন, বিয়ের আগে কোনও ব্যক্তির যদি ১০ বা তার অধিক যৌন সম্পর্ক থেকে থাকে তবে সেক্ষেত্রে বিচ্ছেদের হার খুবই বেশি৷ গত ২০০০ সাল থেকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে এমনই সিদ্ধান্তে পৌঁছতে পেরেছেন তিনি৷ জানা গিয়েছে, বিয়ের আগে যাঁরা ১০-এর কম যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন তাঁদের বিচ্ছেদের মাত্র তুলনামূলকভাবে কম৷
যৌনতার পাশাপাশি ধর্মও বিচ্ছেদের ক্ষেত্রে প্রভাব ফেলে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ৷ তাঁর মতে, যে দম্পতিরা চার্চে বেশিবার যান তাঁদের সম্পর্ক টেকার সম্ভাবনা বেশি৷ আর যাঁরা চার্চ বা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান এড়িয়ে চলেন তাঁদের বিচ্ছেদের সম্ভাবনা খানিকটা বেশি৷- সংবাদ প্রতিদিন
mongsai79@gmail.com
Comments
Post a Comment
Thanks for you comment