বান্দরবানে মাটি চাপা পড়ে শ্রমিক নিহত

বান্দরবানে মাটি চাপা পড়ে শ্রমিক নিহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড়ের মাটি চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো একজন। উপজেলার ঘুনধুম ইউনিয়নের নয়াপাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে পাহাড় কেটে সড়কের মাটি ভরাট করার সময় এ দুর্ঘটনা ঘটে।

ঘুনধুম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, এশিয়ান হাইওয়ের কাজের জন্য মাটি ভরাটের কাজের অংশ হিসেবে নয়াপাড়া এলাকায় পাহাড় কাটার কাজ করছিল শ্রমিকরা। রাতে হঠাৎ মাটি ধসে পড়লে শ্রমিক খায়রুল আমিন (২০) নিহত হন। এ সময় আহত হয় ট্রাক চালক নুরুল আবসার। তারা এশিয়ান হাইওয়ের জন্য চুক্তি ভিত্তিতে মাটি ভরাটের কাজ করছিল বলে জানান ইউপি চেয়ারম্যান।
ঘুনধুম পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ উল্লাহ জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে।  ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

Comments