আন্তর্জাতিক ডেস্ক: টানা দুই মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আজ মঙ্গলবার শিকাগোতে বিদায়ী ভাষণ দেবেন। আগামী ২০ জানুয়ারি তিনি বিদায় নিচ্ছেন। নতুন প্রেসিডেন্ট হিসেবে ওইদিন শপথ নেবেন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ক্ষমতাগ্রহণের সময়ও আবেগময়ী ভাষণে কেঁদেছিলেন প্রেসিডেন্ট ওবামা। বিদায় বেলায়ও কি ফের কাঁদবেন তিনি? ওবামার ভাষণ শুনতে শিকাগোতে আগ্রহী মানুষের সংখ্যা বাড়ছে। কিন্তু টিকিটের অভাবে সেই সুযোগ সবার হচ্ছে না।
শীতের তীব্রতা উপক্ষে করে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের বক্তব্য ছিল, তারা প্রেসিডেন্ট ওবামার কাছ থেকে আশার বার্তা শুনতে চান। প্রথম দিকে টিকিট ফ্রি করা হয়েছিল। যে আগে আসবেন তাকেই টিকিট দেওয়া হবে। জনপ্রতি একটি টিকিটই নির্ধারিত ছিল। কিন্তু মানুষের ভিড় এত বেশি ছিল যে একটি টিকিট দশ হাজার ডলারেও বিক্রি হয়।
@gmail.com
Comments
Post a Comment
Thanks for you comment