রিয়াজ এখন সিনেমায় অনিয়মিত, তাই এফডিসিতে আসা হয় না। পরিচালক সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে গতকাল বিকেলে এফডিসি এসেছিলেন তিনি।
রিয়াজ বলেন, ‘অনেক লোক দেখলাম, কিন্তু এতগুলো ফ্লোরের কোথাও কোনো শুটিং দেখলাম না। একদম মরুভূমি। সিনেমা তৈরির কারখানায় যদি সিনেমা উৎপাদনই বন্ধ হয়ে যায়, তা দেখতে বড়ই কষ্ট লাগে।’
রিয়াজকে এখানে অনেকেই পছন্দ করেন, এটা তিনি অনুভব করেন। কিন্তু এই শিল্পের এখনকার যে অবস্থা, তাতে কাকে দোষ দেবেন, সেটা নাকি তিনি বুঝতে পারছেন না। বললেন, ‘আমরা হয়তো অভিমান করে সরে না গেলে এমনটা হতো না। ভালো পরিচালক বা সে রকম গল্প কিংবা যাঁদের কাছ থেকে আমরা কিছু শিখব বা জানব, সে রকম কাউকে না পাওয়ায় আমরা সরে দাঁড়িয়েছি। একসময় যেসব উদ্যমী লোক ছিলেন, তাঁরা কেমন যেন ম্রিয়মাণ হয়ে গেছেন এখন।’
mongsai79@gmail.com
Comments
Post a Comment
Thanks for you comment