অনলাইনে বিভিন্ন বিষয় শেখার জন্য এসো শিখি ডটকম নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছেন কয়েকজন তরুণ উদ্যোক্তা। এই সাইটে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি, বিসিএসসহ অন্যান্য চাকরির প্রস্তুতি, আইএলটিএস প্রভৃতির সিলেবাসভিত্তিক পূর্ণাঙ্গ ভিডিও লেকচার পাওয়া যাবে। ভিডিও লেকচারগুলো পেশাদার শিক্ষকদের তৈরি। ভিডিওতে উন্নত অ্যানিমেশন ও অডিও ব্যবহার করা হয়েছে। এ ছাড়া এখানে প্রয়োজনীয় তথ্য, ফাইল, নোট, ইত্যাদি বিনিময় করার ব্যবস্থাও আছে। এসো শিখিতে অধিকাংশ কনটেন্ট বিনা মূল্যে ব্যবহার করা যাবে। এসো শিখির লিংক: (www.eshosikhi.com)
mongsai79@gmail.com
Comments
Post a Comment
Thanks for you comment