বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশগুলোর তালিকায় প্রতিবছরই নরডিক দেশগুলোর প্রায় পাক্কা অবস্থান। এবারও আছে। সুইডেন উঠে এসেছে দ্বিতীয় অবস্থানে, আর ফিনল্যান্ড আছে পঞ্চমে। তবে প্রথম স্থানটা এবারও দক্ষিণ কোরিয়ার দখলে। গবেষণা ও উন্নয়নে ব্যয়, পেটেন্টের পরিমাণ এবং উচ্চ প্রযুক্তির প্রতিষ্ঠানের মতো কিছু বিষয় বিবেচনায় এনে ১৭ জানুয়ারি প্রকাশ করা হয়েছে ‘২০১৭ ব্লুমবার্গ ইনোভেশন ইনডেক্স’। এতে উঠে এসেছে চলতি বছরের বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী ৫০টি দেশের তালিকা। তবে এই ৫০টি দেশের মধ্যে বাংলাদেশ কিংবা সার্কভুক্ত কোনো দেশের নাম নেই।
mongsai79@gmail.com
mongsai79@gmail.com
Comments
Post a Comment
Thanks for you comment