মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক ‘প্রেস মিট’-এর আয়োজন করে এক্সপো মেকার
স্মার্টফোনপ্রেমীদের আধুনিক স্মার্টফোন পরখ করার ও কেনার সুযোগ দিতে রাজধানীতে বসছে ‘এডাটা স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৭’। ২৬ থেকে ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলার আয়োজন করছে এক্সপো মেকার। মেলা উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক ‘প্রেস মিট’-এর আয়োজন করে প্রতিষ্ঠানটি।
মেলার আয়োজকেরা জানান, স্মার্টফোন মেলায় দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাব প্রদর্শন করা হবে। মেলায় বিভিন্ন প্যাভিলিয়ন ও স্টলে এসব পণ্য বিক্রিও হবে। মেলায় স্যামসাং, হুয়াওয়ে, অপো, সিম্ফনি, উই, লাভা, শিওয়ামি, মাইসেল, মাইক্রোম্যাক্স, লেনোভো, লিনেক্স, কুলপ্যাড, ম্যাংগো, মিউজু, সেলস্ট্রিম, গ্যাজেট গ্যাং সেভেন, কিকশাডটকম, আজকের ডিল ডটকমের স্টল থাকবে।
এক্সপো মেকারের পরিচালন প্রধান নাহিদ হাসনাইন সিদ্দিকী জানান, মেলায় স্মার্টফোন ও ট্যাব বিশেষ মূল্যছাড়ে এবং অফার দিয়ে বিক্রি করা হবে। এ ছাড়া মেলা উপলক্ষে নতুন নতুন স্মার্টফোন উদ্বোধন করবে প্রতিষ্ঠানগুলো।
অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশ মোবাইল বিভাগের প্রধান মাইদুর রহমান বলেন, স্মার্টফোনের এ মেলার জন্য অনেকেই অপেক্ষায় থাকেন। এ বছর দেশের স্মার্টফোন খাত অনেক সম্ভাবনাময়। মেলায় স্যামসাং তাদের সর্বশেষ গ্যালাক্সি সিরিজের স্মার্টফোন আনবে। এ ছাড়া স্যামসাং পণ্যে থাকবে নানা ছাড় ও অফার।
হুয়াওয়ে ডিভাইসের ব্যবসা পরিচালক জিয়াউদ্দিন চৌধুরী বলেন, তরুণদের আকৃষ্ট করার ব্যবস্থা থাকছে মেলায়। সর্বশেষ স্মার্টফোন প্রদর্শনসহ ক্যাশব্যাক অফার থাকবে।
এডিসন গ্রুপের বিপণন ব্যবস্থাপক আশরাফুল হক বলেন, জে৮ নামের নতুন স্মার্টফোন মেলা উপলক্ষে ছাড়া হচ্ছে। এ ছাড়া স্মার্টফোনে ছাড়সহ নানা অফার দেওয়া হবে।
উই স্মার্ট সলিউশনের সহকারী মহাব্যবস্থাপক মুনতাসির আহমেদ বলেন, স্মার্টফোন ব্যবসায় নতুন হলেও ‘উই’ ব্র্যান্ড ইতিমধ্যে পরিচিতি পেয়েছে। মেলা উপলক্ষে নতুন অফার থাকছে।
এবারের মেলায় লিনেক্স নামের নতুন একটি ব্র্যান্ডের সঙ্গে গ্রাহকদের পরিচয় ঘটবে বলে জানান লিনেক্স মোবাইলের সহকারী মহাব্যবস্থাপক আবদুর রহমান।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
mongsai79@gmail.com
Comments
Post a Comment
Thanks for you comment