হাসির নাটক হাতি বনাম পিঁপড়া


বিনোদন ডেক্স : সম্প্রতি ৩০০ ফিট কাঞ্চন ব্রিজ, রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াবর চন্ডিতলা পুলক শুটিং ইউনিটে স্পটে শূটিং হয়েছে হাসির নাটক ‘হাতি বনাম পিঁপড়া’র। নাটকটি রচনা করেছেন মোহাম্মদ শামীম ও পরিচালনা করছেন রাশেদ শামীম। এর গল্পে দেখা যাবে, ইন্তেখার দিনার ও ঈশানা একই গ্রামের বাসিন্দা। দুইজনই একে অপরকে পছন্দ করেন। অন্যদিকে ঈশানার বান্ধবী জারা নামের একটি মেয়েও ইন্তেখাব দিনারকে মনে মনে পছন্দ করে। আবার ওই গ্রামে বাস করেন হাতির মত দেখতে সুমন পাটোয়ারীও। সুমন পাটোয়ারী নিজের এই হাতি মার্কা শরীর দিয়ে সুযোগ পেলেও গ্রামের প্রায় মানুষকেই ধরে চাপ দেয়। সুমন পাটোয়ারীও ঈশানাকে ভালবাসে। কিন্তু ঈশানার বাবা তা কোনভাবেই মানতে নারাজ। কিন্তু পাটোয়ারী তার বাবাকে চেপে দেয়ার ভয় দেখিয়ে বিয়ের জন্য রাজী করানোর চেষ্টা করে। পরে ইন্তেখাব দিনার ও ঈশানার বাবা বুদ্ধি করে এলাকায় কুস্তি খেলার আয়োজন করে। ঘোষনা দেয় যে কুস্তি খেলায় জিতবে তারই সাথে ঈশানার বিয়ে দিবে। এভাবেই নাটকের কাহিনী এগিয়ে যায়। নাটকটি শীঘ্রই চ্যানেল আইতে প্রচার হবে।

mongsai79@gmail.com

Comments