এটা কোনো ব্যাংক নয়, আইনজীবীর ঘর!

দেয়ালের মধ্যেই লুকানো টাকার সিন্দুক। যা কারো চোখে পড়ারই কথা নয়। কিন্তু আয়কর বিভাগের কর্মকর্তাদের চোখ এড়ালো না সেই গোপন সিন্দুক। যেখানে মিললো ১৩ কোটি ৪৮ লাখ রুপির নোট। বাংলাদেশি টাকায় প্রায় ১৬ কোটি।
ওই অর্থের মালিক দিল্লী হাইকোর্টের শিক্ষানবিশ আইনজীবী রোহিত টেন্ডন। ভারতের কর্নাটকে রোহিতের বাড়ির পাশের অফিসেই ছিল টাকাভর্তি সিন্দুকটি।
রোববার রাতে আয়কর বিভাগের অভিযানে উদ্ধার করা হয় এ বিপুল পরিমাণ অর্থ। গেলো দু’মাস ধরে রোহিতকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল বলে জানালেন আয়কর বিভাগের কর্মকর্তারা। তবে বিষয়টি বুঝতে পেরে অভিযুক্ত রোহিত আগেই সটকে পড়েন।
এ পর্যন্ত আয়কর বিভাগের চারটি অভিযানে মোট ৩১ কোটি রুপির নোট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আয়কর কর্তৃপক্ষ।
mongsai79@gmail.com

Comments