- Get link
- X
- Other Apps
সাংবাদিক কেভিন সেসামস-এর উপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুক।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প-এর সমর্থকদের “অনেক বাজে ফ্যাসিবাদী” হিসেবে মন্তব্য করার পর এই ঘটনা ঘটে বলে জানিয়েছে আইএএনএস। এবিসি নিউজ-এর রাজনৈতিক বিশ্লেষক ম্যাথিউ ডোওড-এর এক ফেইসবুক পোস্ট শেয়ার করেছিলেন তিনি। এতে বলা ছিল, “শেষ কয়েক ঘণ্টায় চমৎকার ‘খ্রিস্টান’ ট্রাম্পভক্তরা আমাকে এই নামগুলো দিয়ে ডেকেছেন: ইহুদী, এফ****** (ইংরেজি ‘এফ’ আদ্যক্ষরের কোনো বাজে শব্দ যা প্রকাশ্যে লিখতে পারেননি, তা বুঝাতে ব্যবহার করেছেন তিনি), গর্দভ। আর সবচেয়ে বড় রেকর্ড গড়তে বলা হয়েছে: তালাকপ্রাপ্ত ক্যাথলিক।”
এই পোস্ট দেওয়ার পর সেসামস-কে ফেইসবুক-এর পক্ষ থেকে “কমিউনিটি স্ট্যান্ডার্ডস’ লঙ্ঘনের বিষয়টি জানানো হয়। সেই সঙ্গেও তাকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য পোস্ট করায় নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়।
এ নিয়ে ফেইসবুকের সঙ্গে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে, ওই সাংবাদিকের পোস্টটি যাচাই করে তা আবার আনে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি। ফেইসবুকের এক মুখপাত্রের উদ্ধৃতি প্রকাশ করেছে দৈনিকটি। তিনি বলেন, “আমরা এই ভুলের জন্য খুবই দুঃখিত।”
“এই পোস্টটি ভুলে সরানো হয় আর আমরা যত জলদি যাচাই করতে পেরেছি সঙ্গে সঙ্গেই তা ফিরিয়ে এনেছি। আমাদের দল প্রতি সপ্তাহে লাখ লাখ অভিযোগ নিয়ে কাজ করে আর মাঝেমধ্যে আমরা ভুল করে ফেলি”- যোগ করেন তিনি।
সেসামস বলেন, “এটি হতাশাজনক। এটি স্বেচ্ছাচারী সেন্সরশিপ। আমার কাছে বিষয়টি অনেকটা ছিল, ‘এক মিনিট, এখন কি ট্রাম্পের সম্পর্কে আমি কী বলব তা নিয়ে সতর্ক থাকতে হবে?
Comments
Post a Comment
Thanks for you comment