ফ্ল্যাটবাড়িতে জেনারেটর বিস্ফোরণ আকবরশাহ’য়

 নিজস্ব প্রতিবেদক
নগরীর একটি ফ্ল্যাটবাড়িতে গতকাল জেনারেটর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নয়তলা ভবনটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে আতংকিত হয়ে পড়েন ওই ভবনের বাসিন্দারা। এ ঘটনায় কেউ হতাহত না হলেও পুড়ে গেছে দুটি মোটরসাইকেল। গতকাল মঙ্গলবার বেলা পৌনে বারোটায় নগরীর আকবরশাহ থানাধীন পশ্চিম ফিরোজশাহ গ্রিন টাওয়ারে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান- হঠাৎ ভয়ংকর বিস্ফোরণের পর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো ভবন। ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে সবাই ছাদের উপর উঠে যান।
ফায়ার সার্ভিস কর্মকর্তাদের ধারনা- শর্ট সার্কিট অথবা জেনারেটর গরম হয়ে এ বিস্ফোরণ ঘটেছে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, আমরা ধারণা করছি হয়তো শর্ট সার্কিট থেকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। না হয় জেনারেটর গরম হয়ে বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের দুটি ইউনিটের আটটি গাড়ি কাজ করেছে। জানা যায়, নয়তলা এ ভবনে ৫৬টি ফ্ল্যাট রয়েছে। সব মিলিয়ে ভবনে কয়েকশ মানুষের বাস। নিচতলায় আগুন লেগেছে- এমন খবর ছড়িয়ে পড়লে ভবনের বাসিন্দারা সবাই ছাদের উপর উঠে যায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় মোহাম্মদ নুর উদ্দিন সুমন নামের এক নৌবাহিনী কর্মকর্তা পাশের নির্মানাধীন ভবনের সঙ্গে আগুন লাগা ভবনের মধ্যে মই লাগিয়ে অন্তত দেড়শ’ মানুষকে ওই ভবন থেকে নিরাপদে নিয়ে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর দুপুর সাড়ে ১২টার দিকে বাসিন্দারা ভবনের ভেতরে প্রবেশ করেন।
ইসতিফা জাহান শিলা নামের এক তরুণী বলেন, আগুন লাগার পর পরই আমরা ভবনের ছাদে উঠে যাই। পরে মইয়ের মাধ্যমে পাশের ভবনের ছাদে যাই। এরপর নিচে নেমে আসি।
mongsai79@gmail.com

Comments