- Get link
- X
- Other Apps
রহিম শুভ (১৬), ঠাকুরগাঁও
Published: 2017-01-02 19:28:05.0 BdST Updated: 2017-01-02 19:28:31.0 BdST
1 / 1
ঠাকুরগাঁওয়ে নতুন বই হাতে বিদ্যালয়ে যেতে দেখা গেল হাসিখুশি শিক্ষার্থীর দলকে।
সোমবার সকালে নারগুন কহরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পথে দেখা গেল বই বুকে নিয়ে চলছে বিদ্যার্থীরা।
আলাপ হচ্ছিল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আঁখির সঙ্গে। সে জানায়, নতুন বইয়ের ছবিগুলো তার কাছে ভীষণ ভালো লেগেছে। বই পেয়ে সে ছবিগুলোই বারবার দেখেছে। বাংলা বইয়ের অনেক গল্পও পড়ে ফেলেছে।
একই শ্রেণির শান্তা, লাইজুসহ আরও কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কারও কাছে নতুন বইয়ের ছড়া আর গল্প ভাল লাগে, আবার কারও কাছে বেশি ভালো লাগে নতুন বইয়ের ছবিগুলো।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জাল হক বলেন, ‘বছরের প্রথমে সরকার শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়ায় সবারই সুবিধে হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস কাজ করছে।’
শহরের দোয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানের মাঠের কোণে রিতা, সুচিতা, মুন্নী, প্রেমাসহ একদল সহপাঠী নতুন বইগুলো সবাই সবাইকে দেখাচ্ছে।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুস্মিতা জানায়, বছরের প্রথমে বই পেয়ে সে দারুণ খুশি। বইয়ের একেবারে প্রথম থেকে পড়া শুরু করেছে সে।
নতুন বইয়ের ব্যাপারে সূচি জানায়, নতুন বইয়ের গন্ধ অনেক বেশি ভালো লাগে ওর।
Comments
Post a Comment
Thanks for you comment