স্থানীয়দের সাথে কথা বলা ছাড়া ঘটনা পুরা আচ করা মুস্কিল। লোকাল টেক্সিতে বসেছিলাম চুপচাপ। যাত্রী ড্রাইভার সবাই কথা বলছিল রাস্তার দু’পাশে বসে থাকা রোহিঙ্গদের নিয়ে...
ঢাকায় বসে এসব বুঝবে কি?
এরা সব ক্যাম্পের পুরানো রোহিঙ্গা...
এই যে, ও অমুকের বাসায় কাজ করত……ও তমুকের বাসায়... এখন ডাকলেও যায় না।
একজনকে দেখলাম প্রায় বাজারে দেখা যায়।
একজনকে দেখলাম মসজিদের পাশে বসে ভিক্ষা করে।
……রাস্তায় বসলে বেশি ইনকাম।
নতুনরা ... ঘর বানতে ব্যাস্ত, রাস্তায় এসে বসার টাইম কই?...... পুরানোরা এদের বসতে দেয়না....... এরা পুলিশে ধরে নিয়ে যাবে ভয়ে বসে না ………… পথ শেষ হয়ে গেল, নেমে গেলাম।
১৮/০১/২০১৭
ঢাকায় বসে এসব বুঝবে কি?
এরা সব ক্যাম্পের পুরানো রোহিঙ্গা...
এই যে, ও অমুকের বাসায় কাজ করত……ও তমুকের বাসায়... এখন ডাকলেও যায় না।
একজনকে দেখলাম প্রায় বাজারে দেখা যায়।
একজনকে দেখলাম মসজিদের পাশে বসে ভিক্ষা করে।
……রাস্তায় বসলে বেশি ইনকাম।
নতুনরা ... ঘর বানতে ব্যাস্ত, রাস্তায় এসে বসার টাইম কই?...... পুরানোরা এদের বসতে দেয়না....... এরা পুলিশে ধরে নিয়ে যাবে ভয়ে বসে না ………… পথ শেষ হয়ে গেল, নেমে গেলাম।
১৮/০১/২০১৭
Comments
Post a Comment
Thanks for you comment