মৃত্যুর আগে ছেলেকে দেখতে চেয়েছিলেন ওম পুরি

বলিউড কিংবদন্তি অভিনেতা ওম পুরি না ফেরার দেশে চলে গেছেন গত শুক্রবার। এরই মধ্যে তার মৃত্যুর পেছনে নানান রহস্য বেরিয়ে আসছে। প্রাথমিকভাবে জানা গেছে, একাকিত্বের যন্ত্রণা সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ওম পুরি। পরে কিংবদন্তি এ অভিনেতার ময়নাতদন্তে মৃত্যুর পেছনে আরো রহস্য ঘনীভূত হয়। শুধু তাই নয়, মুম্বই পুলিশ তদন্তের স্বার্থে একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলাও করেছে। এদিকে ওম পুরি মারা যাওয়ার পর এবার নতুন আরেক তথ্য দিলেন প্রযোজক খালিদ কিদাওই। মুম্বই পুলিশকে তিনি জানান মৃত্যুর আগে ছেলে ঈশানকে দেখতে চেয়েছিলেন কিংবদন্তি এ অভিনেতা। সেজন্য বৃহস্পতিবার বিকালে সাবেক স্ত্রী নন্দিতার ফ্ল্যাটে গিয়ে হাজির হন ওম পুরি। কিন্তু তখন নন্দিতা ঈশানকে নিয়ে একটি পার্টিতে ব্যস্ত ছিলেন। বারবার ফোন করে আনার চেষ্টা করলেও তাদের ফেরাতে পারেননি ওম পুরি। এ সময় তার সঙ্গে খালিদও ছিলেন। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে প্রয়াত এ অভিনেতা বাড়ি ফিরে যান। জানা গেছে, বাড়ি গিয়ে ওম পুরি রাতে ঘুমিয়ে পড়েছেন। কিন্তু সকালে আর ঘুম থেকে ওঠেননি। চিরতরে চলে যান এ পৃথিবী ছেড়ে। ওম পুরির মৃত্যুতে বলিউডসহ সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
mongsai79@gmail.com

Comments