২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যারাজধানীর মিরপুরে দুই সন্তানকে হত্যা করে এক মায়ের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
১০ জানুয়ারি মঙ্গলবার বিকেলে এসব লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলমা সীমা সাম্মাদ আনিকা (২২), মেয়ে শামীমা (৫) ও ছেলে আব্দুল্লাহ (৩)।পুলিশের ধারণা, দুই সন্তাকে গলা কেটে হত‌্যার পর ওই নারী আত্মহত‌্যা করেছেন।
পুলিশের মিরপুর জোনের সহাকারী কমিশনার মামুনুর রশিদ বলেন, “বিকাল সাড়ে ৩টার দিকে ২৯/১ ছোট দিয়াবাড়ির ওই বাসার দরজা ভেঙ্গে ফ‌্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আনিকা(২০) এবং শামীমা (৫) ও আব্দু্ল্লাহর (৩) গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

mongsai79@gmail.com

Comments