ইন্টারন্যাশনাল ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার আগে একটি সমাপ্তি-বক্তৃতা দিবেন বলে সংবাদমাধ্যমে জানা যায়। আগামী ১০ তারিখ নিজের শহর শিকাগোয় তিনি ওই বক্তৃতা দেবেন। ওবামা জানান, গত আট বছরের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান, ধন্যবাদ জানাতে চান। সেই সঙ্গে দেশের ভবিষ্যৎ গতিপ্রকৃতি নিয়েও কিছু বলতে চান তিনি। ওবামার শেষ কথাটাই যতো জল্পনা উস্কে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প জিতুক, সেটা যে ওবামা চাননি, এ কোন গোপন কথা নয়। দেশের নীতি নির্ধারণের প্রশ্নে দু’জনে দুই মেরুর বাসিন্দা। যা নিয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে বারবারই। সম্প্রতি ট্রাম্পের সহযোগী ও হোয়াইট হাউসের আগামী প্রেস সচিব সন স্পাইসার জানান, ২০ তারিখ দায়িত্বভার নেওয়ার প্রথম দিনই ট্রাম্প সবার আগে ওবামার নেওয়া একগুচ্ছ সিদ্ধান্ত পরিবর্তন করতে চান।
এখন ওবামা যাওয়ার আগে আসন্ন ট্রাম্প শাসনকাল নিয়ে সমাপ্তি-বক্তৃতায় কী বার্তা দিয়ে যান, সে দিকেই নজর বিশ্ববাসীর।
mongsai79@gmail.com

Comments