জেএমবির তামিম গ্রুপের আইটিপ্রধানসহ আটক ৪: র‍্যাব

জেএমবির আইটিপ্রধানসহ গ্রেপ্তার ৪: র‍্যাবরাজধানীর যাত্রাবাড়ীর একটি ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সেখান থেকে চার ব্যক্তিকে আটক করা হয়েছে। র‍্যাব বলছে, আটক হওয়া ব্যক্তিরা নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সদস্য। চারজনের মধ্যে গ্রুপটির আইটি শাখার প্রধানও রয়েছেন। 

র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এসব তথ্য জানিয়ে বলা হয়, আজ বুধবার ভোররাতে এই অভিযান চালানো হয়
র‍্যাবের ভাষ্য, জঙ্গি আস্তানা থেকে অস্ত্র, গুলি, বিস্ফোরক দ্রব্য, বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
র‍্যাবের তথ্য অনুযায়ী, আটক হওয়া চার জঙ্গির মধ্যে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের আইটি শাখার প্রধান আশফাক-ই-আজম ওরফে আপেল আছেন।
অন্য তিনজনের নাম-পরিচয় জানায়নি র‍্যাব।
র‍্যাব বলছে, যাত্রাবাড়ী এলাকার একটি বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়। ভোররাত চারটার দিকে অভিযান শুরু করে র‍্যাব। সেখান থেকে চার জঙ্গিকে আটক করা হয়। উদ্ধার করা হয় অস্ত্র, গুলি, বিস্ফোরক দ্রব্য।
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে র‍্যাব সাংবাদিকদের ব্রিফ করবে।
mongsai79@gmail.com

Comments