বইঘর অ্যাপে তিনটি ই–বুক

নতুন ই–বুকের উদ্বোধননতুন ই–বুকের উদ্বোধনমুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান বাংলালিংক অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-এ দেশের দুজন লেখকের তিনটি বই ই-বুক আকারে প্রকাশ করেছে। বই তিনটি ‘বাংলালিংক বইঘর’ নামের অ্যাপে পাওয়া যাবে। ই-বই তিনটি হলো ইমদাদুল হক মিলনের মরগান সাহেবের প্রেতাত্মা ও নয়মাস এবং আনিসুল হকের এক লক্ষ লাইক।
মঙ্গলবার মেলায় আনিসুল হকের উপস্থিতিতে বইঘর অ্যাপে বইগুলোর ছাড়া হয়। অনুষ্ঠানে বাংলালিংকের হেড অব কনটেন্ট জিয়াউল হক সিকদার, হেড অব মার্কেটিং কমিউনিকেশন এ কে রাহাত আহমেদ, করপোরেট কমিউনিকেশন ম্যানেজার অঙ্কিত সুরেকা, ডিজিটাল কনটেন্ট ডেভেলপমেন্ট ম্যানেজার শফিক শামসুর রাজ্জাক ও অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান ইবিএসের ব্যবস্থাপনা পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই উপস্থিত ছিলেন।
boi.xpress7050.com ঠিকানার ওয়েবসাইটে কিংবা গুগল প্লেস্টোর (goo.gl/2phCNK) থেকে অ্যাপ নামানো যাবে। সেবাটি পেতে বাংলালিংক গ্রাহকদের দিনে ২.৪৪ টাকা খরচ হবে এবং ‘বাংলালিংক বইঘর অ্যাপ’ নামানো ও ব্যবহারের জন্য ইন্টারনেট ডেটার খরচ দিতে হবে।
বিজ্ঞপ্তি
mongsai79@gmail.com

Comments