বান্দরবান হয়ে কেরানীহাটের উদ্দেশ্য যাত্রাকালে লোকাল বাস সার্ভিস অাদিল এন্টারপ্রাইজ মধ্যপথে ব্রেকফিল্ড হওয়ায় কারনে এই দূর্ঘটনা ঘটেছে,
বলে স্থানীয় সুত্রে জানা যায়।
গাড়ীর নং সিলেট-৪৫৭৪।
.
উক্ত সড়ক দুর্ঘটনায় তেমন একটা গুরুতর হতাহতের কোন খবর পাওয়া যায়নি। মুষ্টিমেয় কয়েকজন যাত্রী হালকা অাঘাত প্রাপ্ত হয়েছেন। অাঘাত প্রাপ্ত রাশেদ ইসলাম ( ১৮) বলেন, ব্রেকফিল্ড হওয়ার সময় রেইছা অার্মি ক্যাম্পের টার্নিংয়ে একটা মাহিন্দ্র গাড়ি সামনে পড়ে যাওয়ায় ওভার টেকিংয়ের কারনে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। অাহতদের কে বিভিন্ন ক্লিনিকে প্রেরন করা হয়েছে চিকিৎসার জন্য। এই ঘটনার সঠিক তদন্তে বান্দরবান সদর থানার ইনচার্জ পরিদর্শনে অাসেন।
বলে স্থানীয় সুত্রে জানা যায়।
গাড়ীর নং সিলেট-৪৫৭৪।
.
উক্ত সড়ক দুর্ঘটনায় তেমন একটা গুরুতর হতাহতের কোন খবর পাওয়া যায়নি। মুষ্টিমেয় কয়েকজন যাত্রী হালকা অাঘাত প্রাপ্ত হয়েছেন। অাঘাত প্রাপ্ত রাশেদ ইসলাম ( ১৮) বলেন, ব্রেকফিল্ড হওয়ার সময় রেইছা অার্মি ক্যাম্পের টার্নিংয়ে একটা মাহিন্দ্র গাড়ি সামনে পড়ে যাওয়ায় ওভার টেকিংয়ের কারনে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। অাহতদের কে বিভিন্ন ক্লিনিকে প্রেরন করা হয়েছে চিকিৎসার জন্য। এই ঘটনার সঠিক তদন্তে বান্দরবান সদর থানার ইনচার্জ পরিদর্শনে অাসেন।
Comments
Post a Comment
Thanks for you comment