সিলেটে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শ্রদ্ধা

সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সিলেটের পথেবর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। সেখানে শত শত মানুষ তাঁকে শেষশ্রদ্ধা জানাচ্ছে। আজ সোমবার বেলা ১১টার একটু আগেই তাঁর মরদেহবাহী হেলিকপ্টারটি সেখানে পৌঁছায়।

সকাল নয়টার পর হেলিকপ্টারে করে সাবেক মন্ত্রী ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ ঢাকা থেকে সিলেটের উদ্দেশে পাঠানো হয়। সেখান থেকে তাঁর মরদেহ সুনামগঞ্জে নেওয়ার কথা। নির্বাচনী এলাকায় (দিরাই-শাল্লা) নেওয়ার পর বিকেলে শেষকৃত্য হবে।
গতকাল রোববার ভোররাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুরঞ্জিত সেনগুপ্ত মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার থেকে অসুস্থ বোধ করছিলেন সুরঞ্জিত। গত শুক্রবার সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। গতকাল ভোররাত ৪টা ২৪ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন দলের নেতা-কর্মীরা।
mongsai79@gmail.com

Comments