ট্রাম্পের ‘মুসলিম ভিসা নিষেধাজ্ঞা’র ভুক্তভোগি হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
বলিউড ও হলিউডে সমানতালে দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। পাশাপাশি ইউনিসেফ-এর ‘গ্লোবাল গুডউইল’ দূত গিসেবেই কাজ করছেন তিনি। ট্রাম্পের সাত মুসলিম দেশের ভিসা নিষেধাজ্ঞার ফলে পেশাগত দায়িত্বপালনে বেশ বিপাকে পড়ছেন বলে জানালেন এ অভিনেত্রী।
আইএনএস জানায়, সম্প্রতি একটি ব্লগপোস্টে প্রিয়াঙ্কা লিখেছেন, “ভিসা নিষেধাজ্ঞার কবলে এমন দেশগুলো পড়েছে যেসব দেশে ইউনিসেফ-এর অনেকগুলো প্রজেক্ট চলছে। সে সব দেশের রাজনৈতিক পরিস্থিতি ভয়াবহ। শিশুরা সেখানে প্রতিদিন নিপীড়িত হচ্ছে। এ অবস্থায় আমরা আমাদের কর্মকা- ঠিক মতো চালাতে পারছি না।”
আইএনএস জানায়, সম্প্রতি একটি ব্লগপোস্টে প্রিয়াঙ্কা লিখেছেন, “ভিসা নিষেধাজ্ঞার কবলে এমন দেশগুলো পড়েছে যেসব দেশে ইউনিসেফ-এর অনেকগুলো প্রজেক্ট চলছে। সে সব দেশের রাজনৈতিক পরিস্থিতি ভয়াবহ। শিশুরা সেখানে প্রতিদিন নিপীড়িত হচ্ছে। এ অবস্থায় আমরা আমাদের কর্মকা- ঠিক মতো চালাতে পারছি না।”
Comments
Post a Comment
Thanks for you comment