খাগড়াছড়ি রামগড়ে সেটলার কর্তৃক ত্রিপুরা কিশোরী ধর্ষণের শিকার


নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ির রামগড় উপজেলায় ১নং সদর ইউনিয়নের সেটলার মোহাম্মদ হাসান ও তার সহযোগীকর্তৃক রুপাইছড়ি স্কুল পাড়াবাসী ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের খবর পাওয়া গেছে।
ধর্ষক মো:হাসানের পিতার নাম:বাচ্চু কোম্পানী,গ্রাম:খাগড়াবিল ৮নং ওয়ার্ড।
এলাকাসী বিশ্বস্ত সূত্রে জানা যায় যে,গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে রুপাইছড়ি আশপাশে নির্জন এলাকায় জোরপূর্বক ধরে নিয়ে ত্রিপুরা কিশোরীকে গণধর্ষণ করে। মেয়েটিকে দুইরাত একদিন বেধে রেখে ধর্ষণ করা হয় বলে জানিয়েছে পরিবার সূত্র।
এসময় গত শুক্রবার সকাল ৯ টার দিকে রুপাইছড়ি গ্রামবাসী জঙ্গলে শাক শবজি আহরন করতে গেলে বিবসন অবস্থায় দেখতে পায় ঐ মেয়েটিকে। পরে তারা গ্রামে গিয়ে লোকজনকে ডাকাডাকি করে উদ্ধার করে। এদিকে মেয়েটির বাবা বাদী হয়ে রামগড় থানায় মামলা করেছেন বলে খবর পাওয়া গেছে। বর্তমানে মেয়েটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ।
mongsai79@gmail.com

Comments