কর্ণফুলি চা বাগানে কাজ করতে গিয়ে বাঙালি যুবক কর্তৃক ধর্ষণের শিকার এক পাহাড়ি কিশোরী

লক্ষ্মীছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের সীমান্তবর্তী কর্ণফুলি চা বাগানে (ব্র্যাক পরিচালিত) কাজ করতে গিয়ে বাঙালি যুবক কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে ১৭ বছর বয়সী এক পাহাড়ি(মারমা) কিশোরী।
গতকাল রবিবার (৫ ফেব্রুয়ারি ২০১৭) বিকাল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার ওই কিশোরীর বাড়ি খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার ৩নং বর্মাছড়ি ইউনিয়নের বড় পাড়া গ্রামে।
5221f76b49d70-rapeজানা যায়, গতকাল ওই কিশোরী নিজ বাড়ি থেকে কর্ণফুলী চা বাগানের কাঞ্চনপুর ডিভিশনে দৈনিক মজুরি হিসেবে কাজ করতে যায়। বিকাল সাড়ে ৩টার দিকে চা বাগানের পার্শ্ববর্তী কুয়া থেকে খাবার পানি সংগ্রহ করতে গেলে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের সরকারিডেবা গ্রামের আমির হোসেনের ছেলে মো: মহিউদ্দিন ওরফে মইদ্দে(২০) জোরপূর্বক ওই কিশোরীকে ধর্ষণ করে। পরে বিকাল ৪টার দিকে ভিকটিম ওই কিশোরী চা বাগানের গোল ঘরে কেঁদে কেঁদে গেলে সেখানে থাকা বাকী শ্রমিকরা জিজ্ঞাসাবাদ করলে ঘটনাটি সে খুলে বলে। কিন্তু ততক্ষণে ধর্ষক মহিউদ্দিন পালিয়ে যেতে সক্ষম হয়।
রিপোর্টটি লেখার সময় পর্যন্ত থানায় কোন মামলা করা হয়নি বলে জানা গেছে।
—————–
mongsai79@gmail.com

Comments