চাঁদপুর জেলার হাইমচর উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন

ছবিতে যে লোকটিকে ছোট ছোট ছেলেদের পিঠের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি একজন 'জনপ্রতিনিধি'। চাঁদপুর জেলার হাইমচর উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারী। ২৮ জানুয়ারি ২০১৭ তারিখে স্থানীয় দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে তোলা ছবি।
এই 'জনপ্রতিনিধি' ছোট ছেলের পিঠের উপর দিয়ে হাঁটছেন, মজা করছেন, হাসছেন। আমার ধারণা অন্য "জনপ্রতিনিধি"রা বড়দের পিঠের, মগজের উপর দিয়ে হাঁটছেন, বড়রা অভ্যস্ত হয়ে গেছেন। তাই এখন ছোটদের অভ্যস্ত করাচ্ছেন, উনাকে দিয়ে এই "কসরত" করাচ্ছেন, আর পাশ থেকে দাঁত কেলিয়ে কেলিয়ে বড়রা বাহবা দিচ্ছেন। যেমন 'জন', আর তেমনই 'জনপ্রতিনিধি'।
mongsai79@gmail.com

Comments