গ্যালাক্সি সি৯ প্রোর আগাম ফরমাশ নিচ্ছে স্যামসাং

স্যামসাং গ্যালাক্সি সি৯ প্রো
গ্যালাক্সি সি৯ প্রোর আগাম ফরমাশ নিচ্ছে স্যামসাংদেশের বাজারে গ্যালাক্সি সি৯ প্রো নামের একটি স্মার্টফোন আনছে স্যামসাং। সম্প্রতি ‘স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপো ২০১৭’ উপলক্ষে এই স্মার্টফোনটির আগাম ফরমাশ নেওয়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ফরমাশ দেওয়া যাবে।
আজ রোববার স্যামসাংয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যালাক্সি সি৯ প্রো স্মার্টফোনটির আগাম ফরমাশ দিলে ব্লুটুথ স্পিকার দেবে প্রতিষ্ঠানটি। www.prebookc9.com  সাইট ও স্যামসাং স্টোর থেকে এর ফরমাশ দেওয়া যাবে।
ধাতব কাঠামোর গ্যালাক্সি সি৯ প্রো হ্যান্ডসেটে রয়েছে ৬ গিগাবাইট র‍্যাম, পেছনে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা, ৬ ইঞ্চি এফএইচডি এসঅ্যামোলেড ডিসপ্লে ও চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

স্মার্টফোনটির দাম ৪৯ হাজার ৯০০ টাকা। এটি কিস্তিতে কেনার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।
mongsai79@gmail.com

Comments