সিআইও অ্যাডভাইজরের সেরা দশে সিএসএল সফটওয়্যার রিসোর্সেস

রফিকুল ইসলাম, প্রতিবেদনের প্রচ্ছদরফিকুল ইসলাম, প্রতিবেদনের প্রচ্ছদএশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের (এপিএসি) দেশগুলোর মধ্যে সেরা দশ মানবসম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের একটি নির্বাচিত হয়েছে দেশীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান সিএসএল সফটওয়্যার রিসোর্সেস লিমিটেড। সম্প্রতি এ ঘোষণা দিয়েছে ব্যবসায় সাময়িকী সিআইও অ্যাডভাইজর। ‘কর্মী’ নামের সফটওয়্যারের জন্য সেরা দশ প্রতিষ্ঠানের একটি হিসেবে নির্বাচিত হয়েছে সিএসএল সফটওয়্যার রিসোর্সেস।
সিএসএল সফটওয়্যার রিসোর্সেসের সঙ্গে সেরা দশের তালিকায় রয়েছে অস্ট্রেলিয়ার ডি-বিট ও ফ্লেয়ার এইচআর, সিঙ্গাপুরের আই ট্যালেন্ট ম্যানেজমেন্ট, যুক্তরাষ্ট্রের মার্সের ও আল্টিমেট সফটওয়্যার, ইন্দোনেশিয়ার নেটিকা, থাইল্যান্ডের পুমসফট, নিউজিল্যান্ডের টেলিজেন্ট এবং ভারতের ভ্যালেউর এইচআর।
সিএসএলকে নির্বাচিত করার কারণ হিসেবে সিআইও অ্যাডভাইজর কর্তৃপক্ষ প্রতিবেদনে জানিয়েছে, ‘বিভিন্ন খাতের মানবসম্পদ ব্যাবস্থাপনায় সিএসএল তথ্যপ্রযুক্তিভিত্তিক যৌক্তিক সমাধান দিচ্ছে।’
সিএসএল সফটওয়্যার রিসোর্সেস কর্মী সফটওয়্যার বাজারে আনে ২০০২ সালে। এখন পর্যন্ত বাংলাদেশের প্রায় ২০০ প্রতিষ্ঠানে সফটওয়্যারটি ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানেও কর্মী সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে বলে জানান সিএসএল সফটওয়ার রিসোর্সেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘প্রস্তুতকারী ও করপোরেট প্রতিষ্ঠানে এই সফটওয়্যারটি ব্যবহার করা হয়। কর্মী সফটওয়্যারের মাধ্যমে পুরো প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের সব কাজ করা সম্ভব। সিআইওর এ ঘোষণায় আমরা উৎসাহিত হয়েছি। আশা করছি, এমন মূল্যায়নে আমরা আরও উদ্যোমী হয়ে কাজ করতে পারব।’
mongsai79@gmail.com

Comments