রফিক উদ্দিন বাবুল, উখিয়া ॥ উখিয়ায় উপজাতি ছাত্রী ইলা রাণী চাকমা (১৫)কে ধর্ষণের চেষ্টা চালিয়ে রক্তাক্ত জখম করেছে কতিপয় দুর্বৃত্ত। তাকে রক্ষা করতে গিয়ে বড় বোন মাছাউ চাকমা (২৫) আহত হয়েছে। তারা দুইবোন তেলখোলা গ্রামের রাখাইমং চাকমার মেয়ে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে তেলখোলার জঙ্গলে এঘটনাটি ঘটে। থাইংখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আহত ইলা রাণী চাকমা অভিযোগ করে জানান, সে স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ী যাওয়ার পথিমধ্যে জঙ্গলাকীর্ণ এলাকায় উৎপেতে থাকা ইব্রাহিম, আব্দুর রহমান ও রফিকসহ ৪/৫ জন দুর্বৃত্ত তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় তার আত্ম চিৎকারে বড়বোন মাছাউ চাকমা এগিয়ে এলে দুর্বৃত্তরা দু’বোনকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে। এঘটনায় রাখাইমং চাকমা বাদী হয়ে গতকাল সোমবার উখিয়া থানায় একটি এজাহার দায়ের করেছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
mongsai79@gmail.com
Comments
Post a Comment
Thanks for you comment