বাংলাদেশের স্মার্টফোন বাজারে দ্বিতীয় অবস্থানে উঠে আসার দাবি করেছে হুয়াওয়ে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজার গবেষণা প্রতিষ্ঠান জিএফকের করা এক সমীক্ষার বরাতে হুয়াওয়ে এ দাবি করে।
হুয়াওয়ে দাবি করেছে, বর্তমানে বাংলাদেশের মোট মোবাইল ফোন বাজারের ৩৭ শতাংশ দখল করেছে স্মার্টফোন। এতে বিক্রির সংখ্যা হিসাব ধরলে হুয়াওয়ে দখল করেছে সাড়ে ১৫ শতাংশ। গত বছরের ডিসেম্বর পর্যন্ত মোবাইল বিক্রির তথ্য জিএফকের করা জরিপে ব্যবহার করা হয়েছে। তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরে আর্থিক মূল্যের হিসাবে হুয়াওয়ের দখলে ছিল ১৮ দশমিক ৯ শতাংশ, যা ডিসেম্বরে বেড়ে হয় ২১ দশমিক ৪ শতাংশ।
জিএফকের তথ্য অনুযায়ী, মধ্যম পর্যায়ের ডিভাইসগুলো (২০০-৩০০ মার্কিন ডলার) বাজার দখলের ক্ষেত্রে হুয়াওয়ের সহায়ক হয়েছে। এই দামের মধ্যে ৪৫ শতাংশ বাজার দখল করেছে হুয়াওয়ে।
হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিজনেসের পরিচালক ইংমার ওয়্যাং বলেন, ‘গত কয়েক বছরে বাংলাদেশে হুয়াওয়ে ব্যাপক সফলতা অর্জন করেছে। গ্রাহক ও ডিভাইসে নতুনত্ব এর প্রধান কারণ। বাংলাদেশের স্মার্টফোনের বাজার গুরুত্বপূর্ণ।’
জিএফকের তথ্য অনুযায়ী, মোবাইল ফোন বাজারের প্রথম স্থানে আছে সিম্ফনি ও তৃতীয় অবস্থানে স্যামসাং। বিজ্ঞপ্তি।
mongsai79@gmail.com
Comments
Post a Comment
Thanks for you comment