ট্রাম্পের নিষেধাজ্ঞার প্রেক্ষিতে প্রযুক্তি প্রধানেরা

..যুক্তরাষ্ট্রে তথ্যপ্রযুক্তির উন্নয়নে অভিবাসীদের ভূমিকা সবচেয়ে বেশি। অন্যভাবে বললে এই অভিবাসীরাই ‘মেড আমেরিকা গ্রেট’। ভারতের তামিলনাড়ুতে জন্ম গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইয়ের। মাইক্রোসফটের প্রধান সত্য নাদেলার উঠে আসার গল্পটাও একই। অ্যাপলের প্রয়াত সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের বাবা সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের পূর্বপুরুষেরা জন্মেছেন জার্মানি, অস্ট্রিয়া ও পোল্যান্ডে। এত উদাহরণের পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘মেক আমেরিকা গ্রেট’ নীতির বাস্তবায়নে নির্বাহী আদেশ বলে এই অভিবাসীদের ওপরেই নিষেধাজ্ঞা জারি করলেন। ট্রাম্পের এই আদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। প্রতিষ্ঠানপ্রধানেরা কড়া সমালোচনা করেছেন ট্রাম্পের এই নিষেধাজ্ঞার। একই সঙ্গে নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মীদের নিরাপত্তায় সোচ্চার হয়েছেন। সূত্র: টুইটার
mongsai79@gmail.com

Comments