- Get link
- X
- Other Apps
প্রকাশের পাঁচ মাস পরেও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ ‘ন্যুগাট’ ব্যবহারকারীর পরিমাণ মোট অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর মাত্র ১ দশমিক ২ শতাংশ। এদিক থেকে এগিয়ে আছে অ্যাপলের আইফোন ব্যবহারকারীরা। আইওএস অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ ব্যবহার করে ৭৬ শতাংশ আইফোন ব্যবহারকারী। এর পেছনে যথেষ্ট কারণও আছে।
বিভিন্ন প্রস্তুতকারকের স্মার্টফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। গুগল নতুন সংস্করণ প্রকাশ করলেও ব্যবহারকারীদের কাছে নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ পৌঁছে দেয় সেই স্মার্টফোন নির্মাতারা। অল্প কিছু স্মার্টফোন নির্মাতা বাদ দিলে বেশির ভাগ ক্ষেত্রেই সর্বশেষ সংস্করণের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে অনেক দেরি হয়। তা ছাড়া আইওএস যতটা সহজে হালনাগাদ হয়, অ্যান্ড্রয়েড সংস্করণ হালনাগাদ ততটা ব্যবহারকারী-বান্ধব না।
দুটি স্মার্টফোন অপারেটিং সিস্টেমের বিভিন্ন সংস্করণের ব্যবহারকারীদের বিন্যাস দেখলে কারণটা পরিষ্কার হয়ে যায়।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারী
২.৩.৩ - ২.৩.৭ (জিঞ্জারব্রেড) ১ শতাংশ
৪.০.৩ - ৪.০.৪ (আইসক্রিম স্যান্ডউইচ) ১ শতাংশ
৪.১ - ৪.৩ (জেলিবিন) ১১.৩ শতাংশ
৪.৪ (কিটক্যাট) ২১.৯ শতাংশ
৫.০ - ৫.১ (ললিপপ) ৩২.৯ শতাংশ
৬.০ (মার্শমেলো) ৩০.৭ শতাংশ
৭.০ - ৭.১ (ন্যুগাট) ১.২ শতাংশ
বিভিন্ন প্রস্তুতকারকের স্মার্টফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। গুগল নতুন সংস্করণ প্রকাশ করলেও ব্যবহারকারীদের কাছে নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ পৌঁছে দেয় সেই স্মার্টফোন নির্মাতারা। অল্প কিছু স্মার্টফোন নির্মাতা বাদ দিলে বেশির ভাগ ক্ষেত্রেই সর্বশেষ সংস্করণের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে অনেক দেরি হয়। তা ছাড়া আইওএস যতটা সহজে হালনাগাদ হয়, অ্যান্ড্রয়েড সংস্করণ হালনাগাদ ততটা ব্যবহারকারী-বান্ধব না।
দুটি স্মার্টফোন অপারেটিং সিস্টেমের বিভিন্ন সংস্করণের ব্যবহারকারীদের বিন্যাস দেখলে কারণটা পরিষ্কার হয়ে যায়।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারী
২.৩.৩ - ২.৩.৭ (জিঞ্জারব্রেড) ১ শতাংশ
৪.০.৩ - ৪.০.৪ (আইসক্রিম স্যান্ডউইচ) ১ শতাংশ
৪.১ - ৪.৩ (জেলিবিন) ১১.৩ শতাংশ
৪.৪ (কিটক্যাট) ২১.৯ শতাংশ
৫.০ - ৫.১ (ললিপপ) ৩২.৯ শতাংশ
৬.০ (মার্শমেলো) ৩০.৭ শতাংশ
৭.০ - ৭.১ (ন্যুগাট) ১.২ শতাংশ
আইওএস ব্যবহারকারী
আইওএস ১০ ৭৬ শতাংশ
আইওএস ৯ ১৮ শতাংশ
পূর্ববর্তী সংস্করণ ৬ শতাংশ
সূত্র: অ্যান্ড্রয়েড ও অ্যাপল ডেভেলপার পোর্টাল
mongsai79@gmail.comআইওএস ১০ ৭৬ শতাংশ
আইওএস ৯ ১৮ শতাংশ
পূর্ববর্তী সংস্করণ ৬ শতাংশ
সূত্র: অ্যান্ড্রয়েড ও অ্যাপল ডেভেলপার পোর্টাল
Comments
Post a Comment
Thanks for you comment