মহাকর্ষের ধারণাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে ঠায় দাঁড়িয়ে আছে এই পাথরটি। ভূমি থেকে একেবারে ২৫ ফিট উপরে। একদিন দুইদিন ধরে নয়, কয়েক দশক ধরেই এভাবে দাড়িঁয়ে আছে এটি। এই পাথরটি মূলত বৌদ্ধদের একটি উপাসনালয়, প্যাগোডা। এটির দেখা মিলবে মিয়ানমারে গেলে।
স্থানীয় মানুষ এর নাম দিয়েছে ‘কেয়াইকটিয়ো প্যাগোডা’, ইংরেজিতে যাকে বলা হয় ‘গোল্ডেন রক’। মিয়ানমারের বৌদ্ধদের মতে, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের চুল সংরক্ষিত আছে এই প্যাগোডায়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, মিয়ানমারের মন রাজ্যের আশ্চর্যজনক এই প্যাগোডাটি দেখলে যেকোনো লোকের বৌদ্ধধর্ম গ্রহণ করার আগ্রহ জন্মে।
দুটি ভিন্ন পাথরের উপর প্রতিষ্ঠিত এই প্যাগোডা একটি অলৌকিক কীর্তি।
বৌদ্ধরা বিশ্বাস করে, সত্যক্রিয়া ও ধর্মগুণের কারণে সাধারণ মানুষের নাগালের বাইরে দুর্গম পাহাড়ের শীর্ষে দেবতাদের মাধ্যমে এই প্যাগোডা নির্মিত হয়েছে। বলা হয়, এই প্যাগোডা যদি কেউ বছরে তিনবার পরিদর্শন ও পূজা করে তাহলে তার মঙ্গলসাধিত হয়। পুণ্যবান হিসেবে সুখ সম্পদ লাভ করে সে।–বিবার্তা অবলম্বনে।
mongsai79@gmail.com
Comments
Post a Comment
Thanks for you comment