- Get link
- X
- Other Apps
চট্টগ্রামে এক নারী কনস্টেবলকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ
নৌবাহিনীর ঈসা খাঁ ঘাঁটিতে কর্মরত অবস্থায় ওই নারী কনস্টেবলকে ধর্ষণের চেষ্টা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার মোহাম্মদ নাঈম উদ্দিন (১৮) নৌবাহিনীর ডকইয়ার্ডের ক্যান্টিনে মেস বয় (বেসরকারি) হিসেবে কাজ করেন।
রোববারের ওই ঘটনার পর সোমবার নাঈমকে আদালতের মাধ্যমে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তার বাড়ি বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানার নারায়ণপুরে।
ওসি বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই নারী কনস্টেবল গতকাল নৌবাহিনীর ঘাঁটিতে দায়িত্বরত ছিলেন। তিনি বিকালে ঘাঁটির ভেতরে ডকইয়ার্ড ক্যান্টিনের টয়লেট থেকে বের হওয়ার সময় নাঈম ধর্ষণের চেষ্টা করেন।
“ওই নারী কনস্টেবলের চিৎকারে নৌবাহিনীর লোকজন ছুটে এসে নাঈমকে ধরে পুলিশে সোপর্দ করে।”
ওই নারী কনস্টেবল বাদী হয়ে ইপিজেড থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় নাঈমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রোববার নৌবাহিনীর দুটি সাবমেরিনের উদ্বোধনী অনুষ্ঠানে বানৌজা ঈসা খাঁ ঘাঁটিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই কর্মসূচির দায়িত্ব পালনের জন্য ঘাঁটিতে গিয়েছিলেন দামপাড়া পুলিশ লাইন্সের ওই নারী কনস্টেবল।
Comments
Post a Comment
Thanks for you comment