নিজস্ব প্রতিবেদক
ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৭ প্রতিযোগিতায় রিংকি চাকমা এখনো পর্যন্ত অন্যান্য প্রতিযোগীদের মধ্যে টপ বাউন্ডারিতে রয়েছে ।গতকাল ঐতিহ্যবাহী(পিনোন-হাদি) পোশাক পরিহিত অবস্থায় তাকে ফেসবুক ভিডিও শো'তে দেখা যায়। রিংকি চাকমা সবার উদ্দেশ্যে বলেন, সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন আমি প্রতিযোগিতায় জিততে পারি ।
তিনি আরো বলেন, আমি শুধু এই প্রতিযোগিতায় নিজের স্বার্থের জন্য নয় বরং আমাদের চাকমা জাতিদের মধ্যে আজীবন গৌরবোজ্জল স্মৃতি থাকে এমনই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি ।
Aami Goda pittimir changma uun Rinky loge
ReplyDelete