৮৬ শতাংশ কোম্পানি চায় উইন্ডোজ ১০

আগামী তিন থেকে চার বছরের মধ্যে ৮৬ শতাংশ প্রতিষ্ঠান উইন্ডোজ ১০ সফটওয়্যার ব্যবহার করতে আগ্রহী। যুক্তরাষ্ট্র ও ইউরোপের চারটি দেশের ৪০০টি প্রতিষ্ঠানের মধ্যে চালানো একটি সমীক্ষায় এ তথ্য পাওয়া গেছে।
Image result for windows 10 imageবাজার গবেষণা প্রতিষ্ঠান সিএসএস ইনসাইটের করা ডিসিশন-মেকার মোবাইল টেকনোলজি সার্ভে নামের এক সমীক্ষায় সম্প্রতি এ তথ্য পাওয়া গেছে। ওই সমীক্ষায় নতুন প্রযুক্তি কেনার ক্ষেত্রে খরচ করার দিকটিতে যে পরিবর্তন আসছে, তা উঠে এসেছে। উইন্ডোজ ১০ গ্রহণ করার ক্ষেত্রে পরিবর্তনের যে ধারা, তাও এতে শনাক্ত করা হয়েছে।
ওই সমীক্ষার তথ্য অনুযায়ী, ৪৭ শতাংশ প্রতিষ্ঠান বলেছে, আগামী এক বছরের মধ্যে তারা উইন্ডোজ ১০ ব্যবহার শুরু করবে। ৮৩ শতাংশ প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পিসি ও এন্টারপ্রাইজ মোবিলিটি ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে চাইছে।
সমীক্ষায় দেখা গেছে, সাড়ে আট কোটি ব্যবহারকারী সক্রিয়ভাবে মাইক্রোসফটের অফিস ৩৬৫ সফটওয়্যার ব্যবহার করছেন। এ ছাড়া ৯৫ শতাংশ ক্লাউড সেবাগ্রহীতা প্রতিষ্ঠানে মাইক্রোসফটের অ্যাজিউর অ্যাকটিভ ডিরেক্টরি কাজে লাগছে। তথ্যসূত্র: জিনিউজ।

https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA
mongsai79@gmail.com

Comments