- Get link
- X
- Other Apps
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনে সহজে অ্যাপলিকেশন (অ্যাপ) ব্যবহার জন্য ২০১২ সালের ৬ মার্চ প্লে স্টোর প্রকাশ করে গুগল। প্লে স্টোরের পাঁচ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশিবার নামানো পাঁচটি করে গেম, অ্যাপ, গান, গানের অ্যালবাম, চলচ্চিত্র এবং বইয়ের তালিকা প্রকাশ করেছে চলতি বছরের ৬ মার্চ। বাংলাদেশ থেকে যদিও গান, বই ও চলচ্চিত্র নামানোর সুযোগ নেই, তবে গেম ও অ্যাপের তালিকাটা গোটা বিশ্বে প্রায় একই ধরনের।
শীর্ষ ৫ গেম
১. ক্যানডি ক্রাশ সাগা
২. সাবওয়ে সারফারস
৩. টেম্পল রান ২
৪. ডেসপিকেবল মি
৫. ক্ল্যাশ অব ক্ল্যানস
শীর্ষ ৫ অ্যাপ
১. ফেসবুক
২. ফেসবুক মেসেঞ্জার
৩. প্যান্ডোরা রেডিও
৪. ইনস্টাগ্রাম
৫. স্ন্যাপচ্যাট
শীর্ষ ৫ গান
১. এড শিরান—থিংকিং আউট লাউড
২. লর্ড—রয়্যালস
৩. টেইলর সুইফট—ব্ল্যাংক স্পেস
৪. মার্ক রনসন ফিচারিং ব্রুনো মারস—আপটাউন ফাংক
৫. ফ্যারেল উইলিয়ামস—হ্যাপি
শীর্ষ ৫ অ্যালবাম
১. অ্যাডেল—২৫
২. এমিনেম—দ্য মার্শাল ম্যাদারস এলপি২ (ডিলাক্স)
৩. টেইলর সুইফট—১৯৮৯
৪. ড্রেক—ইফ ইউয়ার রিডিং দিস ইটস টু লেট
৫. কেনড্রিক লামার—টু পিম্প আ বাটারফ্লাই
শীর্ষ ৫ চলচ্চিত্র
১. দ্য ইন্টারভিউ
২. ফ্রোজেন
৩. ডেডপুল
৪. স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়াকেনস
৫. গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি
শীর্ষ ৫ ই–বই
১. এ এল জেমসের ফিফটি শেডস অব গ্রে
২. সুজানা কলিনসের দ্য হাঙ্গার গেমস (তিন খণ্ড)
৩. জর্জ আর আর মার্টিনের আ গেম অব থ্রোনস
৪. জন গ্রিনের দ্য ফল্ট ইন আওয়ার স্টারস
৫. গিলিয়ান ফ্লিনের গোন গার্ল
মুঠোফোনে যে অ্যাপগুলো আগে থেকেই ইনস্টল করা থাকে, সেগুলো বাদ দিয়ে এই তালিকা করা হয়েছে।
সূত্র: দ্য ভার্জ
mongsai79@gmail.com
Comments
Post a Comment
Thanks for you comment