- Get link
- X
- Other Apps
ওয়েবসাইট ও অ্যাপ থেকে ভ্রমণবিষয়ক তথ্য খোঁজার হার বেড়েছে। কোথাও বেড়াতে গেলে সেখানকার থাকার ব্যবস্থা, খাবার ও অবস্থানগত বিভিন্ন তথ্য আগেভাগে অনলাইনে খোঁজ করছেন ভ্রমণপিপাসুরা। সম্প্রতি অনলাইন হোটেল বুকিং প্ল্যাটফর্ম জোভাগো এ তথ্য জানিয়েছে।
গতকাল মঙ্গলবার জোভাগোর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে হোটেল বুকিং দেওয়ার হার ৭ শতাংশ পর্যন্ত বেড়েছে। এই হার ক্রমে বাড়ছে।
জোভাগোর তথ্য অনুযায়ী, ২০০৯ সালের তুলনায় ২০১৬ সাল দেশে ইন্টারনেট ডেটার ব্যবহার ২৪০০ গুণ বেড়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারের পাশাপাশি নানা অনলাইন সেবা পেতে এই ইন্টারনেট ডেটা ব্যবহার করছে মানুষ। জোভাগো অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে (www.jovago.net) অনলাইনে হোটেল বুকিংসেবা দিচ্ছে। বিজ্ঞপ্তি।
mongsai79@gmail.com
Comments
Post a Comment
Thanks for you comment