ফ্লাইওভারের গার্ডারের নিচে, আমার বডি পেলে
বাসায় একটু খবর দিও, যেও না তো ফেলে।
ঢাকায় আমার মা রয়েছেন, বাবা হাসপাতালে
বাবাকে গিয়ে বলো না যেন, হার্ট অ্যাটাকে মরে!
বাসে উঠবো না রিক্সা নেবো, এই ভাবছিলাম জানোবাসায় একটু খবর দিও, যেও না তো ফেলে।
ঢাকায় আমার মা রয়েছেন, বাবা হাসপাতালে
বাবাকে গিয়ে বলো না যেন, হার্ট অ্যাটাকে মরে!
এমন সময় আকাশ ভাঙলো, টের পাইনি কেন?
সিমেন্টের বদলে ময়দা, আর রডের জায়গায় বাঁশ
ঠিকাদার আর ইঞ্জিনিয়ার ভালো! উন্নয়নের ফাঁস।
ফ্লাইওভারের গার্ডারের নিচে আমার বডি পেলে
মেয়র এসে টাকা দেবে, হাতে নিও না ভুলে।
বুকটা আমার থেতলে আছে, মগজ গেছে গলে
মাছি এসে বসেনি এখনও, টাটকা কাটা গেছে।
ঘরে আমার বউ রয়েছে, কখন যাবো বাসায়
টিভি এখনও দেখেনি, পথ চেয়ে আছে আশায়।
সিটি কর্পোরেশনের ক্রেন আসবে, সরাতে বুকের পাথর
সত্যিই কি আমার মতো তোমরাও কাঁদো হে শহর!
mongsai79@gmail.comটিভি এখনও দেখেনি, পথ চেয়ে আছে আশায়।
সিটি কর্পোরেশনের ক্রেন আসবে, সরাতে বুকের পাথর
সত্যিই কি আমার মতো তোমরাও কাঁদো হে শহর!
Comments
Post a Comment
Thanks for you comment