- Get link
- X
- Other Apps
সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমারের প্রতিবেদনে বলা হয়েছ, তিনটি নতুন মডেলের আইপ্যাড নিয়ে গুঞ্জন রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে সাড়ে ১০ ইঞ্চি মাপের, একটি ৯ দশমিক ৭ ইঞ্চি মাপের ও আরেকটি ১২ দশমিক ৯ ইঞ্চি মাপের।
সাড়ে ১০ ইঞ্চি মাপের আইপ্যাড প্রোতে হোম বাটন থাকবে না। এতে আরও উন্নত ডিসপ্লে ও কোয়াড মাইক্রোফোন থাকতে পারে। ১২ দশমিক ৯ ইঞ্চি মাপের আইপ্যাড প্রোর পেছনে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা ও ট্রুটোন ডিসপ্লে থাকবে। ৯ দশমিক ৭ ইঞ্চি মাপের আইপ্যাডে হালনাগাদ বেশ কিছু ফিচার থাকবে।
এদিকে, চলতি বছরে অ্যাপল ৫ দশমিক ৮ ইঞ্চি মাপের আইফোন ৮ আনতে পারে বলে গুঞ্জন রটেছে। ওই ফোনকে বলা হচ্ছে আইফোন এক্স। এ ছাড়া আইফোন ৭ ও ৭ প্লাসের হালনাগাদ সংস্করণ আনতে পারে প্রতিষ্ঠানটি। তথ্যসূত্র: আইএএনএস।
mongsai79@gmail.com
Comments
Post a Comment
Thanks for you comment