- Get link
- X
- Other Apps
সম্প্রতি অভিযাত্রী জিওফ ম্যাকলে এবং ক্রিস হর্সলে অস্ট্রেলীয় উপকূলের এক হাজার মাইলের বেশি দূরে অবস্থিত ভানুয়াটু নামের এক দেশ ভ্রমণ করে আগ্নেয়গিরির ৩৬০ ডিগ্রি ছবি ধারণ করেন।
এই দুই অভিযাত্রী রাস্তার দৃশ্য ধারণের একটি ট্রেকার সঙ্গে নিয়ে মেরুম আগ্নেয়গিরির ৪০০ মিটার পর্যন্ত আরোহণ করেন।
আগ্নেয়গিরি থেকে ফেরার পর হর্সলে বলেন, ‘আগ্নেয়গিরির প্রান্তে দাঁড়িয়ে এবং এর তাপ অনুভব করার পর আপনার ত্বককে বিস্ময়কর মনে হবে। আমি আশা করি যে এই ছবিগুলো গুগল ম্যাপসে যোগ হওয়ার পর মানুষ বুঝতে পারবে যে কত সুন্দর একটি বিশ্বে আমরা বাস করি।’
তাঁর সহ-অভিযাত্রী জিওফ ম্যাকলে আরও বলেন, ‘আপনি অগ্নিসদৃশ ফুটন্ত শিলার একটি দৈত্যাকৃতির হ্রদের পাশে দাঁড়িয়ে এটা বুঝতে পারবেন যে আপনি কত নগণ্য একজন মানুষ।’
mongsai79@gmail.com
WoW SUper
ReplyDelete