সরকারি প্রতিনিধিদের জন্য যে সুবিধা আনছে ফেসবুক


 ফেসবুকে এখন সরকারি প্রতিনিধিদের প্রোফাইলগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এখন থেকে সাধারণ ফেসবুক ব্যবহারকারীরা তাঁদের ফলো বা অনুসরণ করতে পারবেন। প্রতিনিধিদের বার্তা পাঠানোর সুযোগও পাবেন সাধারণ ব্যবহারকারী।
টাউন হল নামের নতুন একটি ফিচার যুক্ত হচ্ছে ফেসবুক অ্যাপ্লিকেশনে। ফেসবুকের ‘মোর’ ট্যাবের অধীনে এই ট্যাবটি থাকবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, টাউন হল ফিচার ব্যবহারকারীরা স্থানীয় বা এলাকাভিত্তিক সরকারি প্রতিনিধিদের সংস্পর্শে থাকতে পারবেন। ওই ফিচারটি অ্যান্ড্রয়েড বা আইওস অ্যাপ্লিকেশনে পরীক্ষামূলকভাবে দেখানো শুরু হয়েছে।
টাউন হল ফিচারটি ব্যবহার করতে ব্যবহারকারীকে তাঁর পূর্ণ ঠিকানা ফেসবুককে দিতে হবে। ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য, ফেসবুকে দেওয়া ঠিকানা নিরাপদ রাখা হবে। শুধু অ্যাকাউন্ট ব্যবহারকারী ছাড়া আর কেউ তা দেখতে পাবেন না। এটি কোথাও শেয়ার বা ডিসপ্লে করা হবে না। ওই তথ্য দেওয়া হলে ফেসবুক সরকারি প্রতিনিধিদের তালিকা দেখাবে। ওই অ্যাকাউন্ট তখন ফলো করতে পারবেন ব্যবহারকারী। ব্যবহারকারীর অবস্থানগত তথ্যের ভিত্তিতে তাঁর এলাকাভিত্তিক জনপ্রতিনিধির তালিকা দেখাবে ফেসবুক। তাঁদের পেজ ফলো করলে নিউজফিডে হালনাগাদ তথ্য পাওয়া যাবে।
জনপ্রতিনিধির ওই অ্যাকাউন্টের নামের পাশে ‘কন্ট্যাক্ট’ বাটন থাকবে। ওই বাটন চেপে তাঁর কাছে মেইল করা বা বার্তা পাঠানো যাবে। তাঁদের ফেসবুক পেজেও যাওয়া যাবে। টাউন হল বাটন দিয়ে স্থানীয় নির্বাচন সম্পর্কে তথ্যও পাওয়া যাবে।
ফেসবুক সম্প্রতি মূল অ্যাপ্লিকেশনটির দিকে বেশি গুরুত্ব দিতে শুরু করেছে। সম্প্রতি ‘ডিসকভার পিপল’ নামে একটি ফিচার উন্মুক্ত করেছে ফেসবুক। তথ্যসূত্র: টেকক্রাঞ্চ।
mongsai79@gmail.com

Comments