মোস্তাফিজকে আইপিএল খেলার অনুমতি দেবে বিসিবি, তবে...

মোস্তাফিজকে আইপিএল খেলার অনুমতি দেবে বিসিবি, তবে...
শ্রীলঙ্কায় বাংলাদেশের সিরিজ শেষ হওয়ার আগেই আলোচনাটা উঠে গিয়েছে। আইপিএলে খেলা বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান আর মোস্তাফিজুর রহমান কখন যাবেন, কখন যোগ দেবেন তাদের ফ্রাঞ্চাইজির সঙ্গে। এ নিয়ে আবার ভারতীয় মিডিয়ায় সংবাদ চাউর হয়ে গেছে, সম্ভবত এবার আইপিএল খেলতে যেতে পারছেন না মোস্তাফিজুর রহমান।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচ শেষে পুরস্কার বিতরণের পর মাঠেই দাঁড়িয়ে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তখনই তার কাছে জানতে চাওয়া হয়, মোস্তাফিজের আইপিএল খেলা নিয়ে বিসিবির সিদ্ধান্ত কী? তখন পাপন মিডিয়াকে বলেন, ‘মোস্তাফিজ চাইলে আইপিএল খেলতে যেতে পারে।’
কিন্তু বিসিবি সভাপতি এরপরই কিছু বিষয় তুলে ধরেন মোস্তাফিজের আইপিএল খেলা নিয়ে। তিনি বলেন, ‘তবে আমরা তার সাথে এবং ফিজিওকে নিয়ে বসবো তার কী অবস্থা জানার জন্য। এরপর এই সিরিজ শেষে তাকে দেশে গিয়ে অন্তত ১০ দিনের বিশ্রাম নিতে বলবো। ততদিনে হয়তো তার দলের তিন থেকে চারটার বেশি ম্যাচ বাকি থাকবে না। মোস্তাফিজ যদি সেই ম্যাচগুলোও খেলতে যেতে চায়, তাহলে আমরা তাকে সেখানে যাওয়ার ছাড়পত্র দেবো।’
তবে মোস্তাফিজের আইপিএল খেলতে যাওয়ার আগে আরও কিছু বিষয়কে সামনে নিয়ে আসলেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘তার আগে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ও মাথায় রাখছি। কাঁধের অপারেশনের পর মোস্তাফিজ এখনও স্বাভাবিক ছন্দ ফিরে পায়নি। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। আমরা চাইবো না তাকে বাড়তি কোনো চাপের মধ্যে ফেলে দিতে। তবে যদি সে একান্তই আইপিএল খেলতে যেতে চায়, তাহলে বাধা দেবো না।’
বিসিবি সভাপতির কথার সারমর্ম শেষ পর্যন্ত এটাই দাঁড়াচ্ছে যে, বিসিবি বাধা দিতে চায় না মোস্তাফিজকে আইপিএল খেলতে যেতে। তবে, বিসিবি খুব একটা উৎসাহীও নয়। কারণ, সামনে জাতীয় দলের অনেক ব্যস্ত সূচি রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। বিসিবি চায় না, এর মধ্যে আবারও মোস্তাফিজ ইনজুরিতে পড়ুক কিংবা খেলার ফিটনেস হারিয়ে ফেলুক।
mongsai79@gmail.com

Comments